Help us collect 1 million+ signatures for cardiovascular health and save lives
এই বছর বিশ্ব হার্ট দিবসে আমরা হার্টকে “হ্যাঁ” বলবো। এবারের প্রচারণার মূল বিষয় হলো “হৃদয় দিয়ে কর্মদ্যোগ গ্রহণ করুন “ অর্থাৎ প্রত্যেকটি দেশকে হৃদরোগ বিষয়ে সুনির্দিষ্ট জাতীয় কর্ম-পরিকল্পনা গ্রহণ করতে অনুপ্রাণিত করা। আমরা জানি যে অনেক দেশই তাদের হৃদস্বাস্থ্যকে ততটা গুরুত্ব দেয় না। হৃদরোগ বিষয়ে জাতীয় নীতিমালা গ্রহণের ক্ষেত্রে রয়েছে উদাসীনতা, অসম্পূর্ণতা অথবা অনেকাংশে একেবারেই নেই। দাবি আদায়ের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রদান করে আমরা তাদের নেতৃবৃন্দকে প্রত্যেকের হৃদস্বাস্থ্যের বিষয়কে গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানাচ্ছি।
হৃদস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে প্রথমবারের মতো একটি পিটিশনে স্বাক্ষর করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমরা বিশ্বব্যাপী নেতাদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাবো – “জীবন বাঁচাতে চাই কর্মদ্যোগ”